বিশেষ প্রতিনিধিঃ মোঃজাহেদুল ইসলাম সিটুল
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল এলাকায় জব্দকৃত ছয় লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পোড়ানো হয়। হালতি বিল অধ্যুষিত খাজুরা খেয়াঘাট থেকে ৯৭টি, ইয়ারপুর খাল থেকে ২৬টি এবং মাধনগরের বানিয়াপুকুর থেকে ২০টি জাল জব্দ করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক মৎস্য বিভাগ পরিচালনা অভিযানে নেতৃত্ব দেন। নলডাঙ্গা উপজেলা মৎস কর্মকর্তা সন্জয় কুমার সরকার জব্দ কৃত ১৪৩ টি অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় তিন হাজার মিটার। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক দেওয়ার আকরামুল হক জানান, মৎস্য ভান্ডার খ্যাত হালতি বিলে মৎস্য সম্পদের সুরক্ষা প্রদানে অভিযান অব্যাহত থাকবে।