মোছাঃ সীমা খাতুন,স্টাফ রিপোর্টার
চৈতন্য সরকার ও কিরণ হালদার
নাটোরের গুরুদাসপুরে প্রতিমা বিসর্জনের পর অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে আবির পাল (২৩) ও শান্ত দাস (২৪) নামে আরও দু’জন ভর্তি রয়েছেন।
নিহত চৈতন্য সরকার (২৫) গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপড়া এলাকার গণেশ সরকারের ছেলে। তিনি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া কিরণ হালদার (২৯) একই এলাকার সুকুমার হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জনের দিন চৈতন্য, কিরণ, আবির ও শান্ত নৌকায় ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে চৈতন্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই চৈতন্যের মৃত্যু হয়। পরে দুপুরে তার মরদেহ দাহ করার পর অসুস্থ হয়ে পড়েন তার আপন মামা কিরণ হালদারও। কিরণকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যার সময় তারও মৃত্যু হয়। দু’জনের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর কোনো ঘটনার অভিযোগ থানায় আসেনি। এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।