মোঃ হেলাল উদ্দিনঃজয়পুরহাট
আমদই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে পথচলা শুরু করেছে আমদই খিদমাতুল উম্মাহ সংস্হা।
শুক্রবার সন্ধ্যা ৭টায় আমদই বাজারে নিজস্ব অফিস কক্ষে এই সংস্হার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব হাসিবুল আলম লিটন।
সে সময় তিনি মোস্তাকিম বিল্লাহকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো: গ্রামে গ্রামে মক্তব স্হাপন, অসহায় ও বৃদ্ধ মা-বাবার পাশে দাঁড়ানো, অক্ষম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, অসহায় ও দরিদ্রদের চিকিতসা সহায়তা প্রদান, দেশের সার্বিক উন্নয়নে কাজ করা।
জনাব হাসিবুল আলম লিটন উদ্বোধন শেষে দিক নির্দেশনা বক্তব্যে বলেন, একটি সংস্হা টিকিয়ে থাকে তার কর্মীদের কাজের তৎপরতার উপরে। নিজেদের ঐক্য ধরে রাখতে হবে। সততা ও মানবিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কোরআন ও সুন্নাহর মাপকাঠিতে যে কোন কাজ পরিচালিত হলে সেখানে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে।