মো.মার্শাল মাসুম,বিশেষ প্রতিনিধি (টাংগাইল)
টাঙ্গাইলের সখিপুরে ট্রাক চাপায় মজনু মিয়া(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২ অক্টোবর (বুধবার) পৌনে আটটার দিকে সখিপুর-গোড়াই সড়কের সখিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া সখিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত তুফান আলীর ছেলে। তিনি সখিপুর ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সিকিউরিটির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
জানা যায়(বুধবার) রাত পৌনে আটটার দিকে মজনু মিয়া বাইসাইকেল নিয়ে সখিপুর আসছিলেন এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছ। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।