মোঃ সেলিম রেজা,,জেলা প্রতিনিধি
গাংনী, মেহেরপুর।
মেহেরপুর গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মানসিক নির্যাতনের স্বীকার হয়েছে গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউনিয়নের কশবা গ্ৰামের মোঃ খলিলুর রহমান স্ত্রী আনজিরা খাতুন ও ছেলে আনসার আলী , এবিষয়ে গাংনী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আনজিরা খাতুন,
অভিযোগ তিনি বলেন, সফিউল (৪৫) বজলু (৫৫) নজরুল (৬০) আফজাল (৫০) এবং মোজাম্মেল (৪৮) এদের সর্ব পিতা ফজলুল হক সহ, আমার বাড়ি ঘর ভাঙচুর করে ও আমার বসত বাড়ির জমি জবর দখল করতে চেষ্টা করে তবে বাধা দেওয়া হলে ,তবে বাধা দেয়া হলে ১,২,৩,৪,৫, নং মোজাম্মেলের ছেলের দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় , ভুক্তভোগী আনজিরা খাতুন জানায় অদ্য ইং – ১২/০৯/২০২৪ তারিখ সকাল ৯ ঘটিকায় সময় আমার গোয়াল ঘরে চালা লাগাতে গেলে,১,২,৩,৪,৫,- মোজাম্মেলের ছেলেরা রামদা লোহার ধারালো শাবল, ও বাঁশের লাঠি শোঠা নিয়ে হামলা চালায়,
ভুক্তভোগী আনজিরা খাতুন জানান যেকোনো সময় আমার পারিবারের ওপর হামলার চালাতে পারে
আমি ও পরিবারের সদস্যদের
নিরাপত্তা জন্য স্থানীয় প্রশাসনের ও বাঙালি জাতির গৌরবের বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কাছে আকুল আবেদন আমি যাহাতে স্বাভাবিক জীবন যাপন ও সুন্দরভাবে বসবাস করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করিতে আপনাদের সুমর্জি হয়, এই প্রত্যাশা আমার ও আমার পরিবারের।