(স্টাফ রিপোর্টার) কাইয়ুম চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বাবার কাছেও নিরাপদ নেই মেয়ে, বাবার কাছে ১৩ বছরের মেয়ে ধর্ষণ। ২০/০৯/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় মা তার ২ মেয়ে, কে দেবগ্রাম স্বামীর কাছে রেখে অপর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে, বেড়াতে যায়, সেখান থেকে ২ দিন পর ২২/০৯/২০২৪ ইং তারিখে বাড়ীতে ফিরে আসে মা এবং মেয়েকে মনমরা দেখিতে পেলেও কিছু জিজ্ঞাস করেনি,পরবর্তীতে মা এলাকার লোক মারফত জানিতে পারিয়া, মেয়েকে জিজ্ঞাসাবাদ করিলে, মেয়ে মায়ের কাছে স্বীকার করে বলে, বাবা আমাকে রুমে ডেকে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।।
মেয়ের কথা শুনে, আজ ২৭-৯-২০২৪ ইং তারিখ রাত ৯টা ৩০ঘটিকার সময় নিজের স্বামীর বিরুদ্ধে মামলা করিলে, আখাউড়া থানা পুলিশ ধর্ষণকারী বাবাকে গ্রেফতার করেন।
আসামী, মোঃ ছালেখ মিয়া প্রকাশ ছালেক (৫৫) পিতা- মৃত মালু মিয়া সাং- মোগড়া বর্তমানে-দেবগ্রাম আমতলী থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
মামলার বাদী মেয়ের মা আসামীর স্ত্রী, মাজেদা বেগম স্বামী- মোঃ ছালেখ মিয়া প্রকাশ ছালেক সাং- দেবগ্রাম