আল্লাহ পাক যদি চাই আগামীকাল
১৮/০৬/২০২৪ ইং প্রোগ্রাম করবো।
বি – বাড়িয়া, নবী নগর, থোল্লা কান্দি।
দয়াল বাবা গনি শাহর দরবারে। বাউল শিল্পী লাকি দেওয়ান। দয়াল বাবা গনি শাহর দরবারকে বাউল গানের আসরে মাধ্যমে বাউল গানের ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করবেন বাউল শিল্পী লাকি দেওয়ান । দয়াল বাবা গনি শাহ দরবার
বাউল গানের আসর অতি পুরাতন গ্রাম বাংলার ঐতিহ্য। আসরে বসে উপভোগ করতেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। কিন্তু কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে সেই বাউলের আসর।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশে সংগীত পরিবেশন করবেন বাউল শিল্পী লাকি দেওয়ান । সুরের মূর্ছনায় জমে উঠবে গানের আসর। হারিয়ে যাওয়া বাউল গান পুনরুজ্জীবিত করার জন্য এমন উদ্যোগ অত্যন্ত জরুরী। এক সময় বিভিন্ন বটতলায় বাউল গান, যাত্রাপালা, পালা গান, মাটিয়া গান, জারি গানের আসর বসতো। আজ তা হারিয়ে গেছে। – বাড়িয়া, নবী নগর, থোল্লা কান্দি।
দয়াল বাবা গনি শাহর দরবারে
‘সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবারো জাগিয়ে তুলতে বাউল গানের আসরে আয়োজন করা হয়েছে । সকলের সহযোগিতা ভালোবাসা কামনা।