সালমান সিদ্দিক রংপুর ব্যুরো প্রধান
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ৯ একর আয়তনের একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ২০০ মণ মাছ নিধন করেছে, যার ফলে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনা রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের নাখদা বিলের কাছে রেললাইনের উত্তর পাশে ঘটে। এলাকাজুড়ে মাছ পচে যাওয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি সরেজমিনে দেখেন। তিনি মাছ মারা যাওয়ার ব্যাপারটি দেখে বিস্মিত হন।
পুকুরের মালিক আলতাফ হোসেন, যিনি পশ্চিম দেবত্তর গ্রামের বাসিন্দা, জানান, তিনি গত বছরের মতো এবারও প্রায় ৩০ লাখ টাকার পোনা মাছ ছাড়েন। শুক্রবার সকালে স্থানীয়রা তার পুকুরে মরা মাছ ভাসতে দেখে খবর দেন। পুকুরে গিয়ে তিনি দেখেন বিপুল পরিমাণ মাছ ইতিমধ্যেই মারা গেছে। তিনি উল্লেখ করেন, তার প্রায় ২০০ মণ মাছ মরে যাওয়ায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কেন এবং কাদের দ্বারা এই বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আশপাশের পুকুর মালিকরা। বিষ প্রয়োগের ঘটনায় আলতাফ হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। ওসি রেজাউল করিম জানান, দুইজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগের কারণেই মাছ মারা গেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য মৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।