মোঃ পলাশ শেখ
বিশেষ প্রতিনিধি
চুলা থেকে লাগা আগুনে পুড়ে গেছে দুটি বকনা বাছুর গরুসহ গোয়ালঘর।তবে এ আগুনে শুধুই গরু পুড়ে যায়নি, পুড়ে গেছে আশি বছর বয়সী নায়েব আলী দম্পতির শেষ স্বপ্নটুকু।
৯ই নভেম্বর (শনিবার) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া গ্রামে সন্ধ্যা সাতটায় মাটির চুলা থেকে গোয়ালঘরে আগুন লেগে ঘরসহ এক লক্ষ টাকা মূল্যের দুটি বকনা বাছুর পুঁড়ে ছাই হয়ে যায়। এই বকনা বাছুর দুটিই ছিলো শেষ বয়সী নায়েব আলী দম্পতির শেষ সম্বল।
একটু একটু করে জমানো ঘামে ভেজা পরিশ্রমের টাকায় কেনা গরু পালন করেই চলতো বৃদ্ধ-বৃদ্ধার সংসার।
এদিকে আয় রোজগার করে খাবার মতো শেষ সম্ভবল হারিয়ে পাগল প্রায় বৃদ্ধ নায়েব আলী দম্পতি।
স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়,সারা জীবনের জমানো টাকা দিয়ে এভাবে গরু কিনে পালন করতো বৃদ্ধ নায়েব আলী দম্পতি ,লভ্যাংশ দিয়ে চলতো নুন আনতে পান্তা ফুরোয় সংসার। অভাবের সংসারে ছেলে খোজ না রাখলেও কোন মতে খেয়ে পড়ে বেঁচে আছে বৃদ্ধ – বৃদ্ধা।
চরগিরিশ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান,’ বৃদ্ধ নায়েব আলী দম্পতি অনেক কষ্ট করে জীবন যাপন করেন। শেষ বয়সের জমানো টাকা গুলো দিয়ে গরু কিনে পালন করে তা থেকে পাওয়া লাভে সংসার চালাতো।এখন শেষ সম্বল টুকু হারিয়ে এখন তারা চোখে মুখে হতাশার প্রহর গুনছে।