মোঃসেলিম রেজা
"ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে গাংনী থানার এস, আই জয়নাল-সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইঁদুর নিধন অভিযান সম্পর্কিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।