মোঃ সেলিম রেজা
বিভাগীয় প্রধান খুলনা
দৈনিক সময় বাংলাদেশ
গাংনী মেহেরপুর।
পৃথিবীটা এমন যদি কোন মানুষ ভালো কথা বলে সে মানুষ তখনই
ভালো কিছু করতে গিয়ে শত বাধা আসে।
বাধা অতিক্রম করে যখন সে জায়গায় গিয়ে পৌঁছায় তখন সেই মানুষগুলোই বলে জানতাম তুই পারবি।
আবার সেই মানুষগুলোই বলে তোর দাঁড়ায় কোন কিছু হবে না।
আমিও বলি আমার দ্বারায় কোন কিছু না হওনিজেকে য়াই ভালো।
আর আমার দাঁরাই যেটা হবে সেটা যেন বড় কিছু হয় কেননা মানুষ ছোট জিনিস পছন্দ করে না।
স্বপ্নগুলো দেখতে দেখতে নিজেকে রাজপুত্র মনে করে ফেলেছি।
পরে ভেবে দেখলাম আমি তো সাধারণ মানুষ।
তাই সাধারণ ভাবের চলাফেরা করাই ভালো।
যারা তোমাকে সহ্য করেনা তাদের সামনে যেও না।
এটা তোমার স্বাস্থ্যর জন্য ভালো
কেননা তুমি যখনই তার চোখের সামনে পড়বা
তখন তোমার ভিতরে চিন্তার সৃষ্টি হবে,যা তোমার স্বাস্থ্যর জন্য ক্ষতিকার।
জীবনের গল্প লেখা বাকি অল্প
তাইতো অতীত গাছে ভুলে
ভবিষ্যতের কথা ভেবে
জীবন আছে যতদিন দুঃখ থাকবে ততদিন,সুখ তুমি আসিবে না। এ মনে কোন দিন,
বেলা গেল চলে দুঃখের দিনশেষে।