মোঃ সেলিম রেজা, খুলনা বিভাগীয় প্রধান
রোভার দিবস। ১৯৯৭ সালের আজকের দিনে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলার কৃতি ৫ রোভারের মৃত্যু হয়।
১৯৯৭ সালের ২২ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিতব্য সপ্তম এশিয়া প্যাসিফিক ও নবম রোভার মুঠে অংশগ্রহণের লক্ষ্যে সিলেটের উদ্দেশ্যে ভাড়া করা একটি বাস যোগে রওনা দেন। ২৩ অক্টোবর ভোরের দিকে মেহেরপুর জেলা রোভারদের বহনকারী বাসটি ঢাকার ধামরাইয়ের কাছে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রোভার সদস্য জাভেদ ওসমান,মাহফুজ,মনিরুল, আমিনুল এবং মাসুমের মর্মান্তিক মৃত্যু হয়। সে থেকে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে।
এদিকে আজ রোভার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা রোভারের উদ্যোগ দিনটি পালনের লক্ষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে নিহত রোভার সদস্যদের কবর জিয়ারত। মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে শহীদ রোভার স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ এবং বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।