সালমান সিদ্দিক
রংপুর বিভাগীয় প্রধান
দৈনিক সময় বাংলাদেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামের মমিনুল ইসলাম (৩৪) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মমিনুল উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বাসিন্দা মুছা আলীর ছেলে।
প্রতিবেশী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে মমিনুল অভাব-অনটনের মধ্যে ছিলেন। তার মানসিক দুরবস্থা ও পারিবারিক অশান্তির কারণে তিনি প্রায়শই ভেঙে পড়তেন। এক বছরের বেশি সময় আগে স্ত্রী তাকে ডিভোর্স দেন, যা তার মানসিক অবস্থার ওপর আরও প্রভাব ফেলেছিল। দুই সন্তানের জনক মমিনুল কাজকর্মে অক্ষম হয়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল, যা তাকে চরম হতাশায় ফেলে।
বৃহস্পতিবার গভীর রাতে, মমিনুল বিষ পান করেন। অসহ্য যন্ত্রণায় চিৎকার করলে প্রতিবেশীরা দ্রুত এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে শুক্রবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।