মোছাঃ সীমা খাতুন, স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার হলুদঘর এলাকায় এ ঘটনা ঘটে ।
নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত. শিশু আব্দুল্লাহ উপজেলার একই গ্রামের মো. সোহেল রানা মরুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল আব্দুল্লাহ। সকলের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। এক পর্যায়ে বাড়ির পাশে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। পরে পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়েছি। পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।