মোঃআবু রায়হান, প্রকাশক ও সম্পাদক
নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে বাগাতিপাড়া থানার জুগিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।সার্বিক সহযোগিতা করেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি দল।
উপজেলার নাটোর বাগাতিপাড়া জুগিপাড়া এলাকায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, চালক ও সহযাত্রীর হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি মামলা ও জরিমানা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল ও যানবাহন চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।তিনি বলেন সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানো, তিনি আরও বলেন সপ্তাহে যে কোনো একদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটরসাইকেল চালকরা মাথায় হেলমেট না পড়ায় বেশ কয়েকটি মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় জরিমানা করা হয়।