মোছাঃ সীমা খাতুন, স্টাফ
নাটোরের নলডাঙ্গায় অটোরিকশার চাপায় মোছা. খাদিজা খাতুন নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার হরিদাখলসী কুমিল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোছা. খাদিজা খাতুন উপজেলার একই গ্রামের আউয়াল হোসেনের মেয়ে।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকেলে দিকে শিশুটি তার বাড়ির পাশে সড়কের পাশে খেলছিল। এ সময় অসাবধানতাবশত শিশুটি সড়কের ওপর গেলে আকস্মিকভাবে যাত্রীবাহী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এসময় সে গুরুতর রক্তাত্ত জখম হয়। স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া