মোছাঃ সীমা খাতুন
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সেন্টু নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে আব্দুল মোমিন, রায়হান ও সেন্টু নামে তিন ব্যক্তি নৌকা নিয়ে হালতি বিলে যান। বিলের খাজুরা এলাকায় শামুক তোলার সময় বজ্রপাতে তিনজনই অচেতন হয়ে পড়েন। এর মধ্যে আব্দুল মোমিনকে( ৩৫) নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। অপর নিহত রায়হান আলীকে (৩৩) তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিশা গ্রামে নিয়ে যায় পরিবার।