মোঃ হেলাল উদ্দিন
জয়পুরহাট
সনাতন ধর্মাবলম্বীদের সর্বৃহৎ মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা এম এ গফুর মন্ডল। এসময় নিজ তহবিল থেকে মন্দির পরিচালা কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে উপজেলার রুনিহালী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে ৭নং কুসুম্বা ইউনিয়নের অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনে যান।
পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সনাতান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজা হোক আনন্দ উৎসবে। আমরা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছি। আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।
পূজা মন্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন
প্রভাষক সাইদুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা শামীম হোসেন,
যুবদলের নেতা ইরফান হোসেন, ছাত্রদলের ইউনিয়ন দপ্তর সম্পাদক নুরুল্লাহ মন্ডল,
স্বেচ্ছাসেবক দলের থানা যুগ্ন আহবায়ক মোঃ ওসমান আলী, ইউনিয়ন বিএনপি’র মোঃ সামিউল আজিম, সাখাওয়াত হোসেন, হাবিবপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ বাবু মণ্ডলসহ অনেকেই।