1. admin@daliysomoybangladesh.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন বিগত সরকারের আমলে চাকুরীচ্যুত ভুক্তভোগী সামরিক বাহিনীর সদস্যদের প্লাটফর্ম “সহযোদ্ধা”সমন্বয়কসহ ৬ জন কে বিনা কারণে রাতভর থানায় আটকে রাখা।  চরগিরিশ চুলার আগুন থেকে পুড়ে মারা গেছে দুইটি গরুসহ সব কিছু সিরাজগঞ্জে কাজিপুর প্রেসক্লাবের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গড়ছে অবৈধ সম্পদের পাহাড় কৃষি অফিসার ইমরান, ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক মেহেরপুর ভূমি অফিস নিয়ে মিথ্যা ভিত্তিহীন নিউজ ছড়ানোর হচ্ছে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন ( ভূমি) অফিসে লুটপাট। কুড়িগ্রামে আগাম ধানকাটা শুরু, কৃষকের মুখে হাসি। ঐতিহাসিক ৭ নভেম্বর আজ গাংনীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দুর্গাপূজার ছুটি বাড়ায় উচ্ছ্বসিত নাটোরের সনাতন ধর্মাবলম্বীরা

মোছাঃ সীমা খাতুন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মোছাঃ সীমা খাতুন

নাটোর, ১০ অক্টোবর, ২০২৪ (বাসস) : দুর্গাপূজার ছুটি একদিন বৃদ্ধিতে নাটোরের সনাতন ধর্মাবলম্বী মানুষউচ্ছ্বসিত হয়েছেন।দেশে প্রথমবারের মত দুর্গাপূজা উপলক্ষে সরকার নির্বাহী আদেশে আজ একদিন অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। ঘোষিত এই ছুটির ফলে বিজয়া দশমীর ছুটির সাথে দুইদিনের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট চারদিনের ধারাবাহিক ছুটি পাওয়া গেছে। ফলে, সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দীর্ঘ ছুটির আমেজে পূজার আনন্দে মুখর হয়েছেন। আজ দুর্গাপূজার মহাসপ্তমীতে সকাল থেকেই শহরের পূজা মন্ডপগুলোতে রয়েছে দর্শনার্থীদের ভিড়। ভোর সাতটায় তাঁরা প্রথম এবং সকাল দশটায় দ্বিতীয় অঞ্জলী প্রদান করেছেন। বিকেলে আরতিতে অংশগ্রহন করবেন। সারাদিন থাকছে অন্যান্য আনুষ্ঠানিকতা ও নাচ-গানের আয়োজন।
শহরের বিহারী জিঁউ আখড়া মন্দিরে অঞ্জলী দিতে আসা নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায় বলেন, আজ সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় দর্শনার্থীতের উপস্থিতি অনেক বেশি। সকলের মনে উৎসবের আমেজ।

কাপুড়িয়াপট্টি পূজা মন্ডপে উপস্থিত সরকারী চাকুরীজীবী সুগন্ধা সরকার বললেন, আজ ছুটি না থাকলে পূজা’র অঞ্জলী দেওয়ার এই আনুষ্ঠানিকতায় আসতে পারতাম না। সরকার আমাদের সুযোগ করে দিয়েছে, এটি আমাদের পরম প্রাপ্তি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় বলেন, দেশে প্রথমবারের মত দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর সাথে আরো একদিনের সাধারণ ছুটি ঘোষিত হয়েছে। এটি মাইলষ্টোন। আমরা সবাই আনন্দে উচ্ছ্বসিত। বর্তমান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।
নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান বাসস’কে বলেন, নাটোরের দুর্গাপূজা সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে সমাদৃত। সরকারের নির্বাহী আদেশে আজকের সাধারণ ছুটি উৎসবের আমেজকে বৃদ্ধি করেছে বহুগুণে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর