মোঃ সেলিম রেজা
বিভাগীয় প্রধান খুলনা
সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া কি পালাইছে?
সে দেশেই ছিলো মামলা হয়েছে জেলে ছিলো তাও দেশেই ছিলে।
এরশাদ ও স্বৈরশাসক ছিলো কিন্তু পলায় নাই।
সেও জেলে ছিলো কিন্তু পালানোর চেষ্টা ও করে নাই।
পালানো রেকর্ড শেখ হাসিনা দিয়েই শুরু।
বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে প্রথম পলাতক প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সে তো গেছেই সাথে মন্ত্রী সব একটা সাথে দেশ ছেড়ে পলাইছে।