মোঃ সোহান
পিতা রাজা মিয়া
শশুর আজিজুল ইসলাম
ঠিকানাঃ চেয়ারম্যান জুম্মা পড়া (ভরসা মসজিদের পাশে)
হারাগাছ, রংপুর
২ বোন ১ ভাই
সদ্য বিবাহিত ৪৯ দিন বয়সী একটি ছেলে সন্তান আছে।
মাস্টার্সে পড়াশোনা করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। বন্ধুবর দুলাভাইয়ের ডাকে বাড়ি থেকে বেরিয়ে আসেন। অপর এক বন্ধু নতুন মোটরসাইকেল কিনেছে তার খাওয়া (ট্রিট) দিবেন। মোট দশ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন চিলমারী বন্দর। বৃষ্টিতে শরীর অল্প ভেজার কারনে সে নদীতে গোসল করার ইচ্ছা প্রকাশ করলে অন্য বন্ধুরা নিষেধ করন, তাদের নিষেধ অমান্য করে নদীতে সাতার দেন অল্পকিছুদুর যওয়ার পর ফেরার পথে নদীর শ্রতে ডুবে যায়। চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি ও যথেষ্ট পরিমাণ লজিস্টিক সাপোর্ট না থাকায় রংপুর থেকে ডুবুরি দল আসতে দেরি হয়। ঘটনা ঘটে ০৪/১০/২৪ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধা ৫:৩০ মিনিটে আর উদ্ধার তৎপরতা শুরু হয় ০৫/১০/২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায়। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান।
চিলমারী সহ সংশ্লিষ্ট সকল সচেতন মহলের দাবী যেহেতু চিলমারী একটি নদী বেষ্টিত বন্দর এলাকা। এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন আছে সেখানে নদীকেন্দ্রিক যেকোন বিপদে উদ্ধার তৎপরতা সহ প্রয়োজনীয় কার্যক্রম করার জন্য প্রয়োজনীয় ডুবুরিদল সহ প্রশিক্ষিত জনবল ও লজিস্টিক সাপোর্ট থাকা দরকার। বলে মনে করেন এলাকাবাসি