মোঃ সেলিম রেজা
বিভাগীয় প্রধান খুলনা।
আমি যাকে বাধিয়া ছিলাম ঝরে গেছে সে
জানি আমি চাহিলেও আসিবে না সে,
সূর্য যখন উদিত হয় মাত্রা ধীরে বাড়ে,,,,,
সময়ের ব্যবধানে আলো থেকে আধারে নামে।
হয়তো লুকিয়ে আছে সুখপাখি
জানি না কখন হৃদয়ের মাঝে বাসা বাধিবে সে,
আধারে চোখ বুঝিলে শুধু ভাসে সে
আলোটায় ভালো সবার মাঝে আনন্দ নিয়ে ছোটে।