মোঃ সেলিম রেজাঃবিভাগীয় প্রধান খুলনা
মেহেরপুরে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অভিযানে ৪ কেজি গাঁজাসহ লাল-চাঁদ মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত লালচাঁদ মেহেরপুর সদর উপজেলার শােলমারী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর মেহেরপুর কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কলােনীপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয়।
ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, সদর উপজেলার কলোনীপাড়ার জনৈক আলফাজ মিয়ার পেঁপে বাগানের দক্ষিণ পাশের পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ, ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিল। আটক লালচাঁদ ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।