স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের রেখেছিলেন ওই তরুণ। এ সময় মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়েন মারা যান তিনি।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।