বার্তা সম্পাদকঃআকবর হোসেন
কুড়িগ্রাম রাজারহাট নাজিম খান ইউনিয়নে পাল পাড়ায় গত ২৪/৯/২৪ইং তারিখে দুপুর ১২ টার সময় ভিমরুল মাচির কামড়ে ৯৫ বৎসর বয়সি করুণাময়ী মারা যায়। শ্রীমতি করুনা ময়ী,স্বামী,শ্রী শরৎ কুমার পাল। শ্রীমতি করুণাময়ী মাছ ধরার জন্য জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল,যাওয়ার সময় মানুষের সারা পেয়ে পাশে থাকা ভিমরুল মাচির হাড়ি থেকে ভীমরুল মাছি মহিলাকে আক্রমণ করে। প্রায় একশতর উপরে ভিমরুল মাছি ওই মহিলাকে আক্রমণ করে,ঐখানে বৃদ্ধ মহিলা কাদা মাটিতে শুয়ে পড়ে।চিৎকার করলে আশে পাশে লোকজন ছুটে এসে কিন্তু মহিলার কাছে মাচির কারণে যেতে পারে নাই। ভিমরুলের আক্রমণ শেষ হলে তখন মহিলাকে থানা সদর হাসপাতালে ভর্তি করে,হাসপাতালে ডাক্তার করুণা ময়ীকে মৃত্যু ঘোষণা করেন।