মোছাঃ সীমা খাতুন
নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ায় আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে এবং আটককৃত সাহেব আব্দুল মজিদের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, অভিযুক্ত সাহেব আলী মাদকাসক্ত। সালামের বাড়ি সংলগ্ন মুদি ও চায়ের দোকানে বাকি নেয়। ৭ থেকে ৮ মাস আগে এই টাকা চাওয়া নিয়ে সালামের সঙ্গে সাহেবের দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের জেরে মঙ্গলবার ভোরে দোকানে আগুন লাগিয়ে দেয় সাহেব আলী। এ সময় দোকানের ভেতরে অবস্থানরত সালাম বের হলে সাহেব আলী তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সালাম।