নিজস্ব প্রতিনিধি
দৈনিক সময় বাংলাদেশে রংপুর বিভাগের প্রধান হিসেবে মোঃ সালমান সিদ্দিক কে দায়িত্ব প্রদান করা হয়েছে। রংপুর বিভাগে নতুন দায়িত্ব পালনের জন্য দৈনিক সময় বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।
দৈনিক সময় বাংলাদেশ ও ডিএসবি টেলিভিশন এর প্রকাশক ও সম্পাদক মোঃ আবু রায়হান অবঃ সেনা সদস্য তিনি বলেন
বিশ্বব্যাপী মুদ্রিত সংবাদপত্রের পাঠকসংখ্যা কমছে। ইন্টারনেটের বিস্ময়কর অগ্রযাত্রার ঢেউ সংবাদপত্রেও লেগেছে। হাতের মুঠোয় সংবাদপত্র পড়া কিংবা লাইভ খবর সম্প্রচারের তোড়ে মুদ্রিত সংবাদপত্র পিছিয়ে পড়ছে। পত্রিকাগুলোকেও এখন তাল মিলিয়ে চলতে হচ্ছে সেসবের সাথে। প্রযুক্তির প্রসার সংবাদপত্রকে বর্ণিল ও সুসজ্জিত যেমন করেছে ঠিক তেমনি এর ব্যয়ও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাই নতুন বর্ষে পদার্পণকালে আমাদের প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের বিষয়টি অনুধাবনের অনুরোধ জানাই। যে লক্ষ্য নিয়ে দৈনিক সময় বাংলাদেশ শুরু করেছিল সে লক্ষ্য পূরণে আমরা সকলের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করি।