কুড়িগ্রাম রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বিএনপির আনন্দ মিছিল "
গত ৮/৯/২৪ইং তারিখে কুড়িগ্রাম রাজারহাট উপজেলা নাজিম খান ইউনিয়নের পূর্বের ঘোষিত জিয়া সাইবার ফোসের কমিটি বাতিল এবং নতুন কমিটি হওয়ায় ৯/৯/২৪ইং তারিখে রাত ৮টার সময় রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বিএনপি দলের সভাপতি মোঃরবিউল আলম বাদশা বকশির নেতৃত্বে তার নিজ বাসার চাতালের গেট হইতে আনন্দ মিছিলটি শুরু হয়। নাজিম খান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত এবং আনন্দ মিছিলটি বাজারের অলি গলিতে প্রদক্ষিণ করে পুনরায় নাজিম খান ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ রবিউল আলম বাদশা বাড়ির চাতালের গেটে এসে আনন্দ মিছিলটি শেষ করে।এবং বিএনপি'র সভাপতির নেতৃত্বে রাইস মিল চাতালে প্রেস বক্তব্য প্রদান করেন। নতুন কমিটির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্যে অংশ গ্রহণ করেন,শেষ বক্তব্য নাজিম ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃরবিউল আলম বাদশা বকশি পেশ করেন,এবং দলের সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বক্তব্য পরিসমাপ্তি করে।