চুড়ান্ত নারী মুক্তির জন্য তৈরি শেখ হাসিনার বাংলাদেশ
বাংলাদেশেই শুধু নয়- সারা বিশ্বেই নারী-পুরুষের সমতার বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নারীর সমতার কথা এলেই নারীর অধিকারের কথাটি চলে আসে। সব নারীর অধিকার যখন বাস্তবায়িত করতে পারব তখনই সমতার কথাও আসবে। প্রজন্ম মানেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এগিয়ে চলা। নতুন প্রজন্ম যদি পুরনো প্রজন্মের ধ্যান-ধারণা নিয়ে চলে তাহলে সমাজ বদলাবে না। নতুন প্রজন্ম যখন সুস্থ মানসিকতা, চিন্তাধারা নিয়ে বেড়ে উঠতে পারবে, নারীর প্রতি শ্রদ্ধা-সম্মান জানাতে পারবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারবে তখনই সব নারীর অধিকারের জায়গাটি পূরণ হবে।
নারীর অধিকারের বিষয়টি এলে আমাদের প্রথম যে প্রশ্নটি মনে জাগে, তা হল- নারীকে আমরা কোন দৃষ্টিতে দেখি। এর ফলে বারবার নারীর অধিকারের কথাটি চলে আসে। পুরুষরা যে যে কাজে অংশগ্রহণ করছেন সেই কাজগুলো করার স্বপ্ন নারীরাও দেখছেন। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-অধিকার বিষয়ে
অনেক সচেতন। এ বছর মুজিবশতবর্ষ পালিত হচ্ছে। বঙ্গবন্ধু বাংলাদেশের নারী-অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন। তার আদর্শে আমরা এগিয়ে চলেছি। এশিয়াতে বাংলাদেশের নারীরা ক্ষমতায়ন ও রাজনীতিতে প্রথম সারিতে চলে এসেছেন। বিশ্বেও আমাদের নারীরা জায়গা করে নিয়েছেন।
‘প্রজন্ম হোক সমতার : সকল নারীর অধিকার’- আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্যকে ধরে প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। তাদের চেতনায় বাল্যবিয়ে বন্ধ, যৌতুক নেয়া ঠিক নয়- ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হবে। এবারের প্রজন্ম আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।
মোছাঃ জান্নাতুল ফেরদৌসী লাবনী
চারঘাট উপজেলা পরিষদের মহিলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।